বাংলালিংকের নীরিক্ষায় ৮ প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশ

৯ মার্চ, ২০২০ ১৭:২৯  
নিরীক্ষা দাবি নিয়ে গ্রামীণফোন ও রবিকে আদালতে টেনে নেয়ার পর মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের হিসাব নিরীক্ষা শুরু করছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই কাজে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে আটটি নিরীক্ষা প্রতিষ্ঠান। গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো তাদের আগ্রহ প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানগুলো। তবে এখনই এদের নাম প্রকাশ করতে রাজি হয়নি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর আগে গত ৬ জানুয়ারি কমিশনের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছিলো প্রচলিত আইন ও বিধি মোতাবেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিজস্ব ব্যয়ে এ অডিট কাজ পরিচালনা করবে। বাংলালিংকের আর্থিক, প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সবই অডিটের আওতায় থাকবে।